অগ্নিকান্ডে 

খোকসায় ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ 

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২১, ০২:৪০ পিএম
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। 

রবিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই দফায় ৪০ জন ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এক বান্ডিল টিন ও নগদ তিন হাজার টাকা করে তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহিদ হাসান। 

প্রথম দফায় গত ২৩ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন ৩ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে সর্বশেষ রবিবার (২৫ এপ্রিল)  অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত ১৯ জন পরিবারের মাঝে প্রত্যেকের এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার নগদ টাকা তুলে দেওয়া হল। এই নিয়ে মোট উপজেলায় ৪০ জন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সাহায্য প্রদান করলো উপজেলা প্রশাসন।

আগামীনিউজ/নাহিদ