দুপচাঁচিয়ায় রমজানে ১৮ লাখ টাকার মানবিক সহায়তা

মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২১, ১১:৪৫ এএম
ছবিঃ সংগৃহীত

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার জন্য  রমজান উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দরিদ্র ও দুস্থ পরিবারের সাহাযার্থে  ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত ওই অর্থ বিভাজন করে দুপচাঁচিয়া উপজেলার ৬ ইউনিয়নের প্রত্যেক কে ২ লাখ ৫০ হাজার টাকা করে মোট  ১৫ লাখ, দুপচাঁচিয়া পৌরসভায় ২ লাখ টাকা এবং তালোড়া পৌরসভায় ১ লাখ টাকা দেওয়া হয়েছে।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির জানান, বিভাজনকৃত বরাদ্দের ওই অর্থে প্রতি ইউনিয়ন ও পৌরসভার ৫ শ' জন দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য খাদ্য কিনে দেওয়ার জন্য পৌর মেয়রদের ও ইউনিয়ন চেয়ারম্যানদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৫ মার্চ ( বৃহস্পতিবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের দরিদ্র ও দুস্থ পরিবারগুলো কে সহায়তার জন্য ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

এতে আরও বলা হয়, দেশের ৬৪ জেলায় ৪,৫৬৮ টি ইউনিয়নের প্রত্যেকটিতে ২ লাখ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সাহায্য হিসাবে অর্থ ছাড় করা হয়। সারা দেশের ৩২৮ টি পৌরসভার অনুকূলে মোট ৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্য 'এ' ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ২ লাখ টাকা  ' বি' ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং সি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

আগামীনিউজ/এএস