সরাইলে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২১, ০৯:৩৪ পিএম
ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়া: জেলার সরাইলে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় রহিমা খাতুন (৬২) নামে এক ষাটোর্ধ নারী নিহত হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের স্কুলপাড়া এলাকার জোয়াদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রহিমা খাতুন শনিবার বিকেলে প্রয়োজনীয় কাজে তার বাবার বাড়িতে যাবে বলে বের হয়। রাস্তা পারাপারের সময় চুন্টা থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশা রহিমাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল সূত্রে জানতে পারি রহিমা খাতুন নামে এক মহিলা অটোরিকশা ধাক্কায় নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি৷

আগামীনিউজ/নাহিদ