নুর উদ্দিন খান ওয়েলফেয়ারের

ত্রিশালে ১৪০০ পরিবারের মাঝে অনুদান 

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২১, ০৮:৫৩ পিএম
ছবি: আগামী নিউজ

ময়মনসিংহ: চলমান লকডাউনের অচলাবস্থায় কর্মহীন হয়ে পড়েছে, ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ। এই অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট।

শনিবার (২৪ এপ্রিল) দিনব্যাপী ময়মনসিংহের ত্রিশাল ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে জহিরুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে  নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ১৪০০  হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, 
৪ কেজি আলু ,১ কেজি বুট ,১ লিটার  তেল ,১ কেজি ডাল,আড়াই কেজি মুড়ি ও নগদ ২০০টাকা বিতরণ করা হয়। 

নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মনিরুল হক খান বলেন, চলমান করোনার এই মহামারিতে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদোগে অসহায় খেটে খাওয়া মানুষের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছে। প্রথম পর্যায়ে  রমজান শুরু হওয়ার আগেই ১০০ জনকে ২৫ কেজি চাল,৫ কেজি মুড়ি,৩ কেজি বুট, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ৪ কেজি আলু প্রদান করা হয় ও দ্বিতীয় পর্যায়ে ১৩০০ জনকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু ,১ কেজি বুট, ১ লিটার  তেল ,১ কেজি ডাল, আড়াই কেজি মুড়ি প্রদান করা হয় এবং তৃতীয়  পর্যায়ে ১ কেজি মুড়ি,১ বুট ও নগদ দুইশত টাকা করে প্রতি জনকে প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন ইনশাল্লাহ নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট  সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে । নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতা পেয়ে অত্র এলাকার মানুষ ভীষণ খুশি।

আগামীনিউজ/নাহিদ