ফতুল্লার তল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণে

তিতাসের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

রফিকুল ইসলাম রফিক, নারায়ণঞ্জ জেলা প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২১, ০৪:১০ পিএম

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার তল্লায় একটি ভবনের তিনতলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আর বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবারই সাত সদসস্যের তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন) (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব ও ব্যবস্থাপক প্রকৌশলী বোরহান উদ্দিন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক জানান, ফ্ল্যাটবাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিতাস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক তিতাসের গ্যাস পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম খানের সাথে যোগযোগ করা হলে জানান, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

শুক্রবার (২৩ এপ্রিল)  ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাসের চূলার লিকেজের আগুনে বিস্ফোরণে এক শিশু, নারীসহ এগারোজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ছয়জনকে ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্ট্রিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর পাচঁজনকে স্থানীয় জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বিস্ফোরণের ঘটনায় ওই ফ্ল্যাটের দুটি রুমের দেয়াল উড়ে গিয়ে পাশের দোতলা ভবনের ছাদে পড়ে। ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটের দরজা-জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া পাশের দোতলা ভবনের দরজা-জানালা ও দেয়ালে ফাটল দেখা দেয়। জেলা প্রশাসন ওই ফ্ল্যাট সিলগালা করে দিয়েছেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আগামীনিউজ/নাহিদ