নবাবগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাট

মো. শামীম, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২১, ০৩:৩৯ পিএম
ছবিঃ সংগৃহীত
ঢাকাঃ জেলার নবাবগঞ্জে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুরাতন বান্দুরার আলী সিদ্দিকী গালিবের বাড়িতে এঘটনা ঘটে। ভুক্তাভোগী আলী সিদ্দিকী অভিযোগ করেন তার আপন চাচা আশরাফ মিয়ার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলী সিদ্দিকী বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, পুরাতন বান্দুরা নিবাসী আলী সিদ্দিকী সাথে তার আপন চাচা আশরাফ আলীর জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে আশরাফ আলী তার ভাগিনাদের নিয়ে আলী সিদ্দিকীর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এসময় আলী সিদ্দিকী ও তার ছোট ভাই আবুবক্কর সিদ্দিকী সাদাফ বাঁধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে আশরাফ আলী গংরা। ভাঙচুর করা হয় ঘরের আলমারী, টিভি, সুকেজসহ আসবাবপত্র। লুট করা হয় আলমারীতে থাকা তিন ভরি স্বর্নালংকার।
 
শনিবার আলী সিদ্দিকী গালিব সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তার চাচার তাদের দেশের বাড়ি ও ঢাকার বাড়ি দখলের চেষ্টা করছে। বৃহস্পতিবার আমার চাচা ও ফুফাত ভাইয়েরা আমাদের গ্রামের বাড়ি দখলের চেষ্টা চালায়। বসতবাড়ি ভাঙচুর করে। এঘটনায় চাচা ও ফুফাত ভাইদের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
 
এব্যাপারে আলী সিদ্দিকীর ফুফাত ভাই ইমরান ও সনেট সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার দুই মামার সাথে পারিবারিক সমস্যা রয়েছে। এব্যাপারে আমরা একাধিকবার পারিবারিকভাবে বসার চেষ্টা করেছি। আশরাফ মামা দীর্ঘদিন ধরে আমেরিকা থাকেন। আলী সিদ্দিকীর বাবা উল্টো আশরাফ মামার সাথে চিটিং করেছে। বৃহস্পতিবার আশরাফ মামা বাড়িতে গিয়েছেন ঠিকই তবে ভাঙচুর করেনি। আলী সিদ্দিকী গালিবরা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
 
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আ. মান্নান বলেন, আশরাফ ভাই বাড়িতে এসে ঘরে প্রবেশ করে। তিনি আমাকে বলেন, গালিবদের ফোন দিয়ে আসবাবপত্র ঘর থেকে নিয়ে যেতে। এসময় আশরাফ ভাইয়ের সাথে তার ভাগিনা ফাহাদ ছিল। ইমরান বা সনেট ছিল না। তখন আশরাফ ভাই রাগের ব্যাট দিয়ে সুকেজে আঘাত করে। এসময় আমি তাকে বাঁধা দিয়ে বলি, এটা অন্যায়, এভাবে ভাঙচুর করা ঠিক না। পরে সেখান থেকে চলে আসি। এরপর কি হয়েছে বলতে পারি না।
 
নবাবগঞ্জ থানার এসআই তানভীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
আগামীনিউজ/এএস