নেত্রকোণায় কৃষকলীগ বীরমুক্তিযোদ্ধা’র জমির ধান কেটে দিলেন

সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রোকাণা জেলা প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২১, ০৩:২১ পিএম
ছবিঃ আগামী নিউজ

নেত্রকোণাঃ  বৈশ্বিক মহামারী  কোভিড-১৯ এর প্রার্দূভাবে এবং কালবৈশাখী ঝড় ও আগাম বন্যার ক্ষতি হতে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে গতকাল শনিবার সকালে নেত্রকোণা সদর উপজেলার আমলী গ্রামের মরহুম বীরমুক্তিযোদ্ধার ইসমাইল উদ্দীন আহমেদ এঁর ১০ কাটা ইরি-বোরো ধান কেটে সেই সঙ্গে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন পূর্বধলা উপজেলা কৃষকলীগ, কলমাকান্দা উপজেলা কৃষকলীগ, নেত্রকোণা পৌর কৃষকলীগ, নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়ন কৃষকলীগ।

ধান কাটার কর্মসূচীর উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।

এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা কৃষকলীগের সভাপতি আইয়ূব আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কলমাকান্দা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ওয়ারেছ উদ্দীন, নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পৌর কৃষকলীগের সভাপতি মুরাদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।

আগামীনিউজ/এএস