দিনাজপুরে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২৪, মৃত্যু ২

দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২১, ০১:৪০ পিএম
ফাইল ফটো

দিনাজপুরঃ গত ২৪  ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত বেড়ে ২৪জন, মৃত্যু ২ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, আজ ২৪ এপ্রিল ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৪টি,  শনাক্ত ২৪ জন, ফলো আপ পজিটিভ ৬ জন, সনাক্তের হার ১৭.৯১%। মোট সনাক্ত ৫২৯২জন, ২৪ ঘন্টায় সুস্থ ৯ জন,  মোট সুস্থ্য  ৪৮৫৬ জন, মোট মৃত্যু ১০৮ জন।
 
নতুন করোনা আক্রান্ত সনাক্তদের মধ্যে সদরে ১০ জন, বিরল ১জন, বিরামপুর ১জন, পার্বতীপুর ৫ জন, হাকিমপুর ১জন, চিরিরবন্দর ১ জন, ফুলবাড়ি ৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন।
 
২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ৬৩ টি, মোট নমুনা সংগ্রহ ৩৯৫৪৯টি, মোট নমুনা পরীক্ষা ৩৬৯০৫ টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৯৮ জন, মোট কোয়ারেন্টাইন ৩১৮৯৫ জন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র ৫৭ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩১৩২৫জন, হোম আইসোলেশনে আছেন ৩১২ জন, বর্তমান রোগী ৩২৮ জন। 
 
কোভিড ১ম ও ২য় ডোজের টিকা কর্মসূচী। কোভিড ১৯ টিকার জন্য মোট নিবন্ধিত ব্যাক্তির সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ২৪৮ জন।
 
আগামীনিউজ/এএস