ময়মনসিংহঃ ময়মনসিংহের রুবেল হত্যাকান্ডে জড়িত দুই জনকে গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করলো ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ,অজ্ঞাত পরিচয়ে উদ্ধারকৃত লাশটি জেলার মুক্তাগাছা উপজেলার কাঠবওলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে দিদারুল ইসলাম রুবেল( ৩০) বলে পরবর্তীতে নিশ্চিত হয়।
রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় ৪ মার্চ নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করেন যাহার মামলা নং-১৫,ধারা-৩০২/২০১/৩৪। পরবর্তীতে মামলার রহস্য উদঘাটনের জন্য মামলাটি ১৩ মার্চ জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হলে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ওসি ডিবি শাহ কামাল আকন্দ তার সহযোগী এসআই(নিঃ) অজয় কুমার চক্রবর্তীকে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। দীর্ঘ তদন্ত শেষে রুবেল হত্যার রহস্য উদঘাটন করেন জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল হয়। জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দ জানান-তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত হয়, ঘটনায় জড়িত ০২ জন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
উভয়ই হত্যা কান্ডের সাথে জড়িত মর্মে ঘটনায় বর্ননা করে ধৃত আসামীরা স্বীকার করে যে রুবেলের নিকট মাদক বিক্রির টাকা পাওনা মর্মে বাক বিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে লাশ বেড়ীবাধে ফেলে চলে যায় হত্যাকারীরা। আসামী মোঃ সুমন মিয়াকে ভালুকা থানাধীন ড্রাইভারপাড়া এলাকা থেকে ২২শে এপ্রিল তারিখ রাত ১৭.৪৫ ঘটিকার সময় এবং মোঃ খোকন ওরফে খোকা কে একই তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চরভবানীপুর কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান গ্রেফতার কৃত আসামীদের ২৩ এপ্রিল ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলামের ০১ নং আমলী বিচারীক আদালতে সোপর্দ করা হলে, উক্ত আসামীগণ হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
আগামীনিউজ/জনী