কক্সবাজারে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

জাফর আলম, কক্সবাজার জেলা প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২১, ০৪:৪০ পিএম
কক্সবাজারে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
ছবি: আগামী নিউজ

কক্সবাজার: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে কক্সবাজারে পর্যটক সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মহীনদের পাশে দাড়িয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। 

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের এসব ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিন আল পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

পর্যটন স্পট বন্ধ থাকার কারণে যারা কষ্টে দিনাতিপাত করছে তাদেরকে পর্যায়ক্রমে ত্রাণের আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

আগামীনিউজ/নাহিদ