জয়পুরহাটে

স্কুল ছাত্রীর ভিডিও ধারণের অভিযোগে তরুন গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২১, ০৩:১৩ পিএম
ছবি: আগামী নিউজ

জয়পুরহাট: জেলার পাঁচবিবিতে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মনিরুল ইসলাম (২২) নামের এক তরুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঐ তরুনীর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মনিরুল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে পাঁচবিবি উপজেলার একটি গ্রামে নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়াশোনা করে ঐ স্কুল ছাত্রী। ঐ গ্রামে মমিনুলের ভগ্নিপতির বাড়ি। মনিরুল তার ভগ্নিপতির বাড়িতে নিয়মিত যাতায়াত করত। এক পর্যায়ে ঐ স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ঐ তরুনীকে ডেকে নিয়ে ধর্ষন করে মোবাইলে তা ভিডিও ধারণ করে রাখে মনিরুল। পরে ভিডিওটি তার বন্ধু বান্ধব সহ বিভিন্ন জনকে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দেয়। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব আগামীনিউজকে বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত মনিরুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

আগামীনিউজ/নাহিদ