দুপচাঁচিয়ার গ্রামাঞ্চলে সচেতনতার বার্তা পুলিশের

মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি এপ্রিল ২২, ২০২১, ০৬:৫০ পিএম
ছবিঃ সংগৃহীত

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় ৩য় দফা লকডাউনের ১ম দিন বৃহস্পতিবার (২২ এপ্রিল) সরকার আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নে ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা জাগাতে গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।

দুপচাঁচিয়া উপজেলা সদরে লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা জাগাতে প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও গ্রামাঞ্চলে লোকজন বিধি নিষেধ ও করোনা সচেতনতা সম্পর্কে শৈথিল্য প্রদর্শন করে আসছিল।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর নেতৃত্বে গ্রামীন গুরুত্বপূর্ণ এলাকা ইসলামপুর, তালুচ, মজিদ নগর, আমশট্ট, সাহারপুকুর ও চৌমূহনী এলাকায়  অভিযান পরিচালনা করে সরকারি বিধিনিষেধ ও করোনা সচেতনতার বার্তা পৌঁছে দেয়  দুপচাঁচিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১ম দফা লকডাউন এবং ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল  ২য় দফা লকডাউন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সরকার ঘোষিত ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তয় দফা লকডাউনের ১ম দিন।

আগামীনিউজ/এএস