রাজশাহীঃ ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার পুঠিয়া উপজেলা পরিষদের এক নম্বর খাদ্য গুদাম গেটের সামনে পুঠিয়া-তাহেরপুর নির্মাণাধীন সড়কের ইটবালু ও পাথর সরবরাহকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে তাহেরপুর সড়কের খাদ্যগুদাম গেটের সামনে আব্দুল্লাহ ও তার লোকজন বসে আড্ডা দিচ্ছিলেন। সেসময় রাজা ও তার লোকজন উপস্থিত হয়। তারা উভয়ে ক্ষমতাসীন দলের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সবাই পালিয়ে যায়।
এ বিষয়ে সড়কের নির্মাণ সামগ্রী সরবরাহকারী মো. আব্দুল্লাহ ও রাজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়। পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, তাহেরপুর সড়ক নির্মাণ কাজের ঠিকাদারকে স্থানীয় ছেলেরা বালু-পাথর সরবরাহ করছে। এ বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে দু’পক্ষের মধ্যে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই উভয়পক্ষকে নিয়ে মীমাংসা করার কথা ছিল। কিন্তু তার আগেই হঠাৎ করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগের জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্মাণাধীন পুঠিয়া-তাহেরপুর সড়কে বালু সরবরাহ নিয়ে দু’পক্ষের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে। তবে উভয়পক্ষকে নিয়ে বসে আপস করা হবে। এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামীনিউজ/এএস