হাসান ভূঁইয়া,সাভার প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২১, ০২:১১ পিএম
ছবিঃ সংগৃহীত
ঢাকাঃ জেলার সাভারের আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের ঘটনায় পলাতক ধর্ষক ইমন সরদার (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন এই ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো: জিয়াউর রহমান চৌধুরী।
এরআগে, সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার আগে, গত রোববার আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার ইমন হোসনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত মো: ইমন সরদার গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব জানায়, গত তিন সপ্তাহ আগে চাকরির আশায় গ্রামের বাড়ি থেকে মামাতো বোন ও ভগ্নিপতির ভাড়া বাসায় আসেন ওই নারী। ঘটনার দিন বাসায় কেউ না থাকার একই বাসার দ্বিতীয় তলার বাসিন্দা ইমন ওই ঘরে ঢুকে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তরুণীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই পালিয়ে যায়। এরপর থানায় অভিযোগ করা হলে র্যাবেন অভিযানিক দল আসামিকে ধরতে অভিযান চালায়। পরে আশুলিয়া থেকে তাকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো: জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন যেকোন অপরাধীকে ধরতে র্যাব অভিযান চালিয়ে যাবে।