পটুয়াখালী: জেলার কলাপাড়ায় সারাদেশের ন্যায় ৮ম দিনের মতো লকডাউন কঠোর নিয়মে চলছে। লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন-২০১৮-এর ২৪(১) ধারায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ এপ্রিল) দুপুরের দিকে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নতুন বাজার ও শেখ কামাল সেতুতে এ
ভ্রাম্যমান আদালতের কাযর্ক্রম পরিচালনা করা হয়। এ সময় কলাপাড়া থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে কাপড় ব্যবসায়ী রাসেলকে ৮০০ টাকা, মিজানকে ৮০০ টাকা, ফার্নিচারের দোকান রাহাদকে -
১০০০ টাকা, রডের দোকানের সুলতান গাজীকে ৫০০ টাকা এবং আ: জলিলকে মাস্ক না পরা ও শেখ কামাল সেতুর উপর অবৈধ গাড়ী পার্কিং করে রাখার দায়ে ১০০ টাকা জরিমানা করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎ বন্ধু মন্ডল গনমাধ্যমকে বলেন, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লংঘনে ২৪ (২) ধারা মতে ৪ ব্যবসায়ী এবং এক
ড্রাইভারকে জরিমানা করা হয়েছে এবং তিনি নিজেই হ্যান্ড মাইকে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ হতে রক্ষা পেতে জনসাধারণকে জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে যেতে বারন করে তিনি বলেন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে ।
আগামীনিউজ/নাহিদ