উদ্বোধনের অপেক্ষায় নবাবগঞ্জ শিল্পকলা একাডেমী ভবন

মো. শামীম, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি এপ্রিল ২১, ২০২১, ০৫:২৩ পিএম
ছবিঃ আগামী নিউজ
ঢাকাঃ উদ্বোধনের অপেক্ষায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘ দিনের দাবি উপজেলা শিল্পকলা একাডেমি ভবন। এতে যন্ত্র ও মুঠোফোন সংস্কৃতির এ যুগে মুক্তচিন্তার সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে স্থানীয় শিল্পীরা।

জানা যায়, প্রাচীনকাল থেকে নবাবগঞ্জ উপজেলায় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নগর। কিন্তু কালের বিবর্তণে তা প্রায় হারিয়ে যেতে যাচ্ছিল। এমতাবস্থায় সাংস্কৃতিক সত্ত্বা বাঁচিয়ে রাখতে এ অঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘ দিনের দাবি ছিল একটি স্থায়ী সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্র প্রতিষ্ঠার। এবার তা পুরন হবার পথে।

দাবী ছিল, যেখানে একটি সাংস্কৃতিক বলয় গড়ে তোলা হবে। উপজেলার বিভিন্ন এলাকার সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এমন একটি প্লাটফর্ম তৈরি করবে সেখানে মুক্তচিন্তার অধিকারীদের শুদ্ধ সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে।

নবাবগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, অর্থনৈতিক, রাজনৈতিক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সহাবস্থান, শিক্ষা, সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে ইতিহাস রয়েছে। কিন্তু মুক্তচিন্তার সাংস্কৃতিক চর্চার কোন ধরনের প্রতিষ্ঠান ছিল না।

জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রাণের টানে নবাবগঞ্জে শিল্পকলা একাডেমীর কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ও দোহার নবাবগঞ্জের অভিভাবক ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের সার্বিক সহযোগীতায় নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার পথে।

নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি ভবন, মুক্ত মঞ্চ, প্রশিক্ষণ ভবন নির্মাণের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরে  ২৮ আগষ্ট ২০১৮ সনে ১ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৮১৪ টাকা নির্মানের জন্য মেসার্স জামাল এন্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।


সাংস্কৃতিক কর্মী শাহিনুর রহমান তুতি বলেন, আমাদের প্রানের দাবি পুরন করায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নবাবগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের স্থায়ী সাংস্কৃতিক চর্চার ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে নতুন উদ্যমে কাজ করতে সুযোগ হলো।

নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল বলেন, মহাকবি কায়কোবাদ, সাহিত্য রত্ন দেওয়ান আব্দুল হামিদ সহ নবাবগঞ্জ উপজেলায় শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দীর্ঘ দিনের প্রাণের দাবি মুক্ত চিন্তার সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, মুক্ত মঞ্চ প্রতিষ্ঠার। আজ আমাদের সেই স্বপ্ন পুরণ হলো। এর জন্য ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য বলেন, নানা কারণে একটু সময় বেশি লেগেছে। তবে অত্যান্ত সুন্দর ভাবে কমপ্লেক্সের কাজ শেষ করতে পেরেছি। নবাবগঞ্জ উপজেলায় শিল্পকলা একাডেমি ভবন, মুক্ত মঞ্চ, প্রশিক্ষণ ভবন নির্মাণের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরে ২৮ আগষ্ট ২০১৮ সনে ১ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৮১৪ টাকা বরাদ্দ দিয়ে ৫০০ আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ প্রকল্প বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। এখন উদ্বোধনের অপেক্ষায় আছি, সময় সুযোগ ও সুবিধা অনুযায়ী উদ্বোধন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি এইচ এম সালাউদ্দিন মনজু বলেন, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি ভবন, মুক্ত মঞ্চ, প্রশিক্ষণ ভবন নির্মাণের মধ্যে দিয়ে সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক চর্চা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ প্রসারিত হলো। এতে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও  একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমাদের সেই আশা পুরন হলো।
 
আগামীনিউজ/এএস