রাজশাহীঃ ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নাস্তিক বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় আরএমপির বোয়ালিয়া মডেল থানায় নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নুরকে এমনটা আখ্যায়িত করেন।
তৌরিদ আল মাসুদ রনি বলেন, ভিপি নুর তার বক্তব্যে বলেছেন, ‘যদি আল্লাহ সত্য থেকে থাকেন, কোনো সৃষ্টিকর্তা থেকে থাকেন’Ñ ভিপি নুর নিজেই তো সন্দেহ পোষণ করেছেন। আমার জানামতে রবের কথায় সন্দেহ প্রকাশ করলে ইসলাম ধর্মে থাকার কথা না।
রনির দাবি, “আমি মনে করি, সে একজন নাস্তিক। সে নিজে নাস্তিক হয়ে কাউকে মুসলমান সার্টিফিকেট দিতে পারে না। তার মনগড়া কথা মেনে নেয়া যায় না। ভিপি নুর একজন বাটপার। সে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তার বিরুদ্ধে আন্দোলন হবে।”
তিনি দেশের সকল থানায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মামলা করার আহবান জানিয়ে নুরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নুরের বিরুদ্ধে মামলার বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামীনিউজ/এএস