বগুড়াঃ জেলার জেলার দুপচাঁচিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির দুপচাঁচিয়া প্রেসক্লাবের অন্তর্গত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই মতবিনিময় অনুষ্ঠান করোনা ভাইরাসের বিস্তারের কারনে অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বক্তব্য প্রদান করেন সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সহসভাপতি সাবেক মেয়র বেলাল হোসেন, সাধারন সম্পাদক এমদাদুল হক, সাবেক সভাপতি একেএম জাহাংগীর আলম, সাবেক সাধারন সম্পাদক কেএম বেলাল।
এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের যুগ্মসম্পাদক সাজু মন্ডল, ফিরোজ হোসেন, অর্থ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দার, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাদ, কার্যনির্বাহী সদস্য অসীম কুমার দাস, কম্পিউটার অপারেটর আমিনুল ইসলাম, ইউএনও অফিসের টেকনিশিয়ান নাজমুল হক প্রমূখ।
বক্তব্য প্রদান শেষে ইউএনও মুহাঃ আবু তাহির কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান দুপচাঁচিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি গোলাম ফারুক। এসময় স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে দুপচাঁচিয়া প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত 'স্মরনীকা ' তাঁর হাতে তুলে দেওয়া হয়।
সদ্যযোগদানকৃত ইউএনও মুহাঃ আবু তাহির ১৩ এপ্রিল দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি নওগাঁ জেলার বদলগাঁছি উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, মুহাঃ আবু তাহির রংপুর জেলার বদরগঞ্জ পৌর এলাকায় জন্মগ্রহন করেন এবং শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ৩১তম ব্যাচে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যুক্ত হন তিনি।
আগামীনিউজ/এএস