লকডাউন: সাদুল্লাপুরে স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন

শামীম সরদার, সাদুল্লাপুর(গাইবান্ধা) প্রতিনিধি এপ্রিল ২০, ২০২১, ১০:৫৪ এএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ সাদুল্লাপুর উপজেলায় করোনার সংক্রমণ বাড়লেও, বাড়েনি সচেতনতা। পরিস্থিতি মোকাবিলায় সারা দেশের ন্যায় সাদুল্লাপুর উপজেলায় শুরু হয়েছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনএ লকাডাউনের ষষ্ট দিন পর্যন্ত সরকারি নির্দেশনাসহ মানুষদের স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা গেছে।

উপজেলার বিভিন্ন হাট-বাজার ও রাস্তাঘাটে দেখা যায় মানুষদের অবাধ চলাচলাচলের চিত্র। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহীনির সদস্যরা মাঠে অবস্থান করছেন লকডাউনের সরকারি নির্দেশনা মানাতে মানুষদের সচেতনতা সৃষ্টি লক্ষ্যে কাজ করছেন তারা

এদিকে, মহাসড়কের গণপরিবহন বন্ধ থাকলেও আঞ্চলিক সড়কগুলোতে মাইক্রোবাস, সিএনজি, অটোবাইক, রিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে

জরুরি সেবার আওতায় ওষুধের দোকান, ফার্মেসী কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকানপাট খোলা রয়েছেকাঁচাবাজার ও মাছ বাজারে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা গেছেবাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছে অধিকাংশ মানুষ

অপরদিকে, সোমবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত দেখা যায়, লকডাউনের ষষ্ট দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া বন্ধে পুলিশী টহল অব্যাহত রেখেছে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা

তবে সাদুল্লাপুর উপজেলা শহরসহ বেশ কিছু হাট-বাজারে ব্যাপক লোকসমাগম দেখা গেছেক্রেতা-বিক্রেতা সবার মধ্যেই স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদাসীনতা কাজ করছেবাজারে মানুষের ভিড়ে সামাজিক দূরত্বের তেমন বালাই নেইদোকানে অনেকে প্রকাশ্য কেনা-বেচা করতে দেখা যায় কেউবা দোকানের অর্ধেক শাটার ফেলে ব্যবসা করেছে হাট-বাজারগুলো চলছে যত্রতত্রভাবেনিত্যপণ্য কিনতে আসা মানুষরা তেমন স্বাস্থ্যবিধি মানছে নাবিভিন্ন দোকানপাটে শাটারের নিচ দিয়ে মানুষের ভির লক্ষণীয়এসময় পুলিশ কিংবা প্রশাসনের লোকজন টহলে আসলে, দোকান মালিকরা শাটার বন্ধ করে রাখে এরপর টহল থেকে সরে যাওয়ার পরপরই দোকানের অর্ধৈক শাটার খুলে আবার কেনা-বেচা করেন ব্যবসায়ীরা যেনো শুরু হয়েছে পুলিশের সঙ্গে ভেলকিবাজী খেলা

সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের কয়েকজন সিএনজি চালক ও ক্ষুদ্র ব্যবসায়ী আগামী নিউজকে জানান, বাড়িতে বসে থাকলে পরিবারের খাবার দেবে কে? তাই জীবিকার তাগিদে লকডাউন মানা সম্ভব হচ্ছে না

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা আগামী নিউজকে বলেন, সার্বাত্নক লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন তারা রাস্তা থেকে মানুষকে ঘরে ফেরাতে দায়িত্ব পালন করছেন

আগামীনিউজ/এএস