সেচ্ছাসেবী সংগঠন

রংপুরের মানুষের কল্যাণে‍‍`র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 

শরিফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি  এপ্রিল ১৯, ২০২১, ০৯:৩৯ পিএম
ছবি: আগামী নিউজ

রংপুর: সেচ্ছাসেবী সংগঠন রংপুরের মানুষের কল্যাণে'র উদ্যোগে ৩০ জন সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের  মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ( ১৯ এপ্রিল) দুপুরে নগরীর ৩১ নং ওয়ার্ডের পূব-নাজীরদিগর ও মাইলানির মোড় এলাকায় অসহায় মানুষদের খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন সংগঠনটির সেচ্ছাসেবীরা।  খাদ্য সামগ্রী প্রদানে আর্থিকভাবে সহযোগিতা করেন অনেকেই।

সংগঠনটির প্রতিষ্ঠাতা দিলরুবা বিজলী বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমরা 'রংপুরের মানুষের কল্যাণে' সংগঠনটি প্রতিষ্ঠা  করেছি । এই সংগঠনের মধ্যে দিয়ে আমরা অসহায় মানুষদের সাহায্য করতে চাই।  সংগঠনটি শুরু লগ্ন থেকে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের  পাশে দাড়ানোর চেষ্টা করছি। 

করোনা আক্রান্ত সংখ্যা বাড়ায় সারাদেশে চলছে লকডাউন, কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ - সাথে পবিত্র  রমজানের জন্য কিছু ব্যক্তি অসহায় মানুষের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতায়  আজকের এই ক্ষুদ্র আয়োজন। ৩০ জন সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য খাবার বিতরণ করতে পেরে খুব ভালো লেগেছে। সকলের কাছে দোয়া চাই যাতে সংগঠনটি স্বচ্ছতার সহিত চালাতে পারি ও অসহায় মানুষের পাশে সবসময়ই থাকতে পারি। সমাজের বিত্তবান শ্রেণির যদি কেউ সহযোগিতা করেন, তাহলে অসহায় হতদরিদ্র পিছিয়ে পড়া গরীব মানুষের জন্য সহায়তা করা আরো সহজ হবে।

এ সময় সহযোগিতা করেছেন সংগঠনটির সদস্য  রুহন, সাগর, বাপ্পি, হিমেল, হারুন, শান্তনাসহ এক ঝাঁক তরুন তরুণী ।

আগামীনিউজ/নাহিদ