তৎপর প্রশাসন, 

দুপচাঁচিয়ায় লকডাউনে কমছে জনসচেতনতা

দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি : এপ্রিল ১৯, ২০২১, ০৬:০৩ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় লকডাউন কার্যকরে প্রশাসন তৎপর হলেও সচেতনতার তেমন তোয়াক্কা নেই জনসাধারনের। সরকার ঘোষিত সাত দিনব্যাপী  কঠোর লকডাউনের  ৬ষ্ঠদিন ( সোমবার, ১৯ এপ্রিল)। লকডাউন কার্যকরে প্রথম থেকেই প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। কিন্তু প্রথমের দিকে জনগনের সাড়া  মিললেও আস্তে আস্তে তাদের মধ্য সচেতনতার ঘাটতি দেখা দিচ্ছে।

সোমবার সকাল ১০ টার দিকে  দুপচাঁচিয়া উপজেলা সদরের  প্রাণকেন্দ্র সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি, ইজিবাইক, অটোভ্যানের জটলা দেখা যায়। ওই এলাকায় এবং আক্কেলপুর ও তালোড়া রোড়ে বিক্ষিপ্তভাবে জনচলাচল ছিল লক্ষ্যনীয়। এসময় অনেককে'ই মাস্কবিহীন অবস্থায় দেখা গেছে। উপজেলা সদরের মূল সড়কের উপর আন্ত:জেলা বাস চলাচল না করলেও পুরো সড়কজুড়েই ছিল পন্যবাহী ট্রাকের দখল।

অপর দিকে,  সোমবার সকাল ৯ টা থেকে চৌমূহনী এলাকায় সাপ্তাহিক হাট বসে। হাটে গাদাগাদি করে কাঁচামালের দোকানসহ অনান্য দোকানে বেঁচাকেনা করতে দেখা যায়। হাটে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেনি বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। তবে দুপুর দেড়টা নাগাদ হাটে বিক্রেতা থাকলেও ক্রেতার দেখা মেলেনি বললেই চলে।

এদিকে, দুপচাঁচিয়া  উপজেলা নির্বাহি অফিসার মুহাঃ আবু তাহির লকডাউন পরিস্থিতি কঠোর করতে সিও অফিস এলাকায় অবস্থান গ্রহন করেন। এসময় তাঁর সাথে ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী। প্রশাসনের তৎপরতায় মূহূর্তেই জনচলাচল সীমিত হয়ে আসে। অনেকে গোপনে দোকান খোলার প্রস্তুতি নিলেও সটকে পড়ে। পরে প্রশাসনের তৎপরতায় মেইল বাসস্ট্যান্ড, বেড়াগ্রাম, জিয়ানগর, চৌমূহনী বাজার ও সাহারপুকুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আজ সোমবার লকডাউনের ৬ষ্ঠদিন থেকে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা তৈরিতে কাজ শুরু করেছে ৫৩ সদস্যের স্বেচ্ছাসেবি টিম। তারা সিও এলাকায় সচেতনতামূলক প্রচারনা ছাড়াও মাস্ক বিতরন করেছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমনের হার উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল (বুধবার) থেকে সাত দিনব্যাপী  সারাদেশে চলছে কঠোর লকডাউন।

আগামীনিউজ/নাহিদ