চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২১, ০৮:৫৩ পিএম
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত দুইটি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস করেচুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল

জানা যায়, রবিবার দুপুরে উপজেলার নং গাজীপুর ইউপির ছনখোলা গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস রেছেন

অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগীতা করেছেন। চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের করতে পেয়ে বালু খেকোরা সেখান থেকে পালিয়ে যায়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আগামীনিউজ/এএস