নারায়ণগঞ্জে ঢিলেঢালা লকডাউন

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২১, ০৪:৪৯ পিএম

নারায়ণগঞ্জ: জেলায় লকডাউনের পঞ্চমদিন ঢিলেঢালা ভাবে চলছে। নগরীর চাষাঢ়ায়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড দিয়ে পুলিশ প্রহরায় থাকলেও রিকশা, অটো রিকশা, সিএনজি অবাধে চলাচল করছে। নগরীতে স্বাভাবিকের চেয়ে বেশী রিকশা চলাচল করছে। পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্সসহ জরুরী কাজের যানবাহন ছাড়া অন্য কোন পরিবহন আসলেও তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে চাষাঢ়া পযেন্টে। আর অন্যান্য পয়েন্টে চলাচল করছে। পাড়া মহল্লার অনেক দোকানপাটও খোলা ছিল।

এ দিকে মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২শ’ জনে। এছাড়া নতুন আক্রান্ত হয়েছে আরও ৬৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৭ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৯ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৪১ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯৬ হাজার ৩৩১ জনের। 


নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে রবিবার (১৮ এপ্রিল) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০১ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮২ জন, সদরে মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৫০৩ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭২৪ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৭ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৪৩ জন।

আগামীনিউজ/নাহিদ