দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যূ

মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি এপ্রিল ১৭, ২০২১, ০৬:০৪ পিএম
ফাইল ফটো

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের নিকটবর্তী  পুকুর হতে শনিবার ( ১৭ এপ্রিল) সকালে  এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত ওই লাশ শহিদুল ইসলাম (৫০) এর বলে শনাক্ত করেছে স্থানীয়রা। তারা জানায়, শহিদুল ইসলাম পাইকপাড়া গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে।

স্থানীয়রা বিভিন্ন সূত্রের বরাতে জানায় , শহিদুল ইসলাম ঘটনার দিন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় দুপচাঁচিয়া সদর থেকে গ্রামের বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টির কবলে পড়ে।

ঘটনাস্থল পর্যবেক্ষনপূর্বক স্থানীয় অনেকের ধারনা, এসময় গ্রামের কাছাকাছি গিয়ে দৌড়ে বাড়ি ফেরার  চেষ্টা করে শহিদুল ইসলাম ।  দৌড়রত অবস্থায় জনৈক আবু বক্কর সিদ্দিকের পুকুর পাড়ের একটি গাছের সাথে সজোড়ে  ধাক্কা লেগে পুকুরে ছিটকে পড়ে  পানিতে  ডুবে  মৃত্যূবরন করে সে।

এদিকে ওই মৃত্যূকে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হওয়ায় পুলিশে খবর দেয় স্থানীয়রা।

থানা সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তির  ছেলে সাকিব হোসেন বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ  হাসান আলী জানায়,  মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য  ওই ব্যক্তির লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

আগামীনিউজ/এএস