গরুর মাংসে রং মিশিয়ে বিক্রি করায় জরিমানা

চঞ্চল সরদার,রাজবাড়ী প্রতিনিধি এপ্রিল ১৭, ২০২১, ০৩:২৫ পিএম
ছবি: আগামী নিউজ

রাজবাড়ী: জেলার রাজবাড়ীতে গরুর মাংসে রং মিশিয়ে বিক্রি করার সময় রফিক বিশ্বাস(৫০) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে রাজবাড়ী শহরের গরুর মাংসের বাজারে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। এছাড়া গ্যাসের দাম বেশি রাখায় তিন গ্যাস ব্যবসায়ীতে ৫ শত টাকা করে জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা রফিকের মাংসের দোকানে অভিযান চালিয়ে দেখি মাংসের সাথে লোহার গ্রিলে দেওয়া রং মিশিয়ে মাংস বিক্রি করছে। এ সময় মাংস ও রেড আক্সাইড নামের রাসায়নিক উপাদান জব্দ করে ধ্বংস করে ধ্বংস করি। এ সময় তাকে ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গ্যাসের দাম বেশি রাখার তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৪০ ধারায় ১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা করা হয়েছে ৬ হাজার ৫শত টাকা।

অভিযানে সহযোগিতা করেন, জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বাজার ব্যবসায়ীরা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

আগামীনিউজ/নাহিদ