শরীয়তপুরে লকডাউন পালনে কঠোর অবস্থানে প্রশাসন

মোঃ জামাল হোসেন,শরীয়তপুর এপ্রিল ১৫, ২০২১, ০৯:২৫ এএম

শরিয়তপুরঃ করোনা ভাইরাস সংক্রমণ থেকে শরীয়তপুর জেলাকে নিরাপদ ও শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে পুলিশ সুপারের পক্ষ থেকে কঠোর অবস্থান থেকে লকডাউন পালনে জেলার প্রত্যেক উপজেলায় কঠোর অবস্থানে দেখা গেছে প্রশাসন কে।

শরীয়তপুর পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান করোনা ভাইরাস সংক্রমণ থেকে শরীয়তপুর জেলাকে নিরাপদ ও জেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে পালং মডেল থানা এলাকার বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন অঞ্চলে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়াও পুলিশ সুপারের নির্দেশে জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং ট্রাফিক পুলিশ সকল থানা এলাকায় এই ধরনের টহল কার্যক্রম পরিচালনা করেছেন বলে দেখা গেছে। এ সময় পুলিশ সুপার বলেন অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না এবং সরকারী নির্দেশনা অনুযায়ী ঘরে থাকুন ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে আহবান জানান।

এছাড়াও তিনি আরো বলেন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিনিয়তই জেলা পুলিশের টহল কার্যক্রম অব্যাহত থাকবে এবং কেউ যদি সরকারী আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশ সুপার।

আগামীনিউজ/জনী