ব্রাহ্মণবাড়িয়া: টানা তিনদিন আমদানি রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে দেশের অন্যতম রপ্তানীমূখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে। বাংলাদেশ ও ভারতে পহেলা বৈশাখ উদযাপন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়।
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই এ বন্দর দিয়ে তিনদিনের জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে যাত্রী পারাপার।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আজ বুধবার বাংলাদেশে ও বৃহস্পতিবার ভারতে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া শুক্রবার ১৬ এপ্রিল সপ্তাহিক ছুটি থাকায় শনিবার ১৭ এপ্রিল সকাল থেকে বন্দরে পুনরায় কার্যক্রম শুরু হবে।
আগামীনিউজ/নাহিদ