সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২১, ০৪:১৪ পিএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ জেলার নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ সহায়তা দিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বুধবার সকালে নগরকান্দা ও সালথা উপজেলার কয়েকশ অসহায় ব্যক্তিদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম বাবুলের গ্রামের বাড়ী ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বাড়ীতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিয়ার কবির, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি আইয়ুব আলী মুন্সী, পৌর বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেন মোল্যা, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদুর রহমান ফরিদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা শফিকুর রহমান মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে অসহায় পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, চিনি বিতরন করাহয়। এছাড়া প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।