নোয়াখালী: "মুজিব বর্ষের অঙ্গিকার, নিরাপদ প্রাণিজ আমিষ হবে আমার " এ স্লোগান কে ধারন করে করোনা পরিস্থিতি, লকডাউন ও আসন্ন পবিত্র রমজান মাসে জনসাধারণের মাঝে প্রানিজ পুষ্টি ন্যায্যমূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুবর্ণচরে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলপমেন্ট প্রকল্পের সহযোগিতায় ৮টি ইউনিয়নে ৪টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চলমান থাকবে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে ক্রেতাদের কাছে ডিম বিক্রয়ের মধ্য দিয়ে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী।
এদিকে খামারি ও ক্রেতা বিক্রেতার সাথে নিয়ে ফিতা কেটে প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তাছলিমা ফেরদৌসী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান, চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো জিয়াউল হক তারেক খন্দকার, কৃষি কর্মকর্তা মো.হারুন অর রশিদ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারি বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তাছলিমা ফেরদৌসী জানান, করোনা মহামারী, লকডাউন ও আসন্ন পবিত্র রমজান মাসে জনসাধারণনের মাঝে দুধ, ডিম ও মাংস ন্যায্যমূল্যে মানুষের কাছে পৌছে দিতে মাস ব্যাপি এ ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু থাকবে।
আগামীনিউজ/নাহিদ