নাটোর : প্রভাবশালীরা বাড়ি ঘর ভেঙ্গে জবর দখল করায় গৃহহীন হয়ে হয়ে পড়েছেন নাটােরের ঠাকুর লক্ষিকুল গ্রামের রেজিয়া বেওয়া নামে এক বিধবা। মামলা করেও প্রতিকার মিলছে না। উপরন্তু মামলা তুলে নিতে ওই বিধবাকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে।
আশ্রয়হীন হয়ে পড়া রোজিয়া ৭৪ সালে তার ক্রয়কৃত জমিসহ বাড়ি দখলমুক্ত করার আকুতি জানিয়েছেন। মঙ্গলবার (১৩এপ্রিল ঠাকুর লক্ষিকুল গ্রামে স্বজনদের সাথে নিয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এই আকুতি জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে রেজিয়া বেওয়া বলেন, ৭৪ সালে তিনি ঠাকুর লক্ষিকুল মৌজায় জনৈক শকুর আলী ও ময়না বিবির কাছে থেকে দশমিক ১৪ একর জমি কেনার পর বাড়ি ঘর করে বসবাস করছেন। চাকুরীর কারনে তার ছেলে ঢাকায় অবস্থান করায় তিনি একাই বাড়িতে থাকতেন। এ অবস্থায় চলতি বছরের ৮ জানুয়ারী স্থানীয় প্রভাবশালী আব্দুস সামাদ ও তার সহযোগীরা বাড়িতে ঢুকে ভাংচুর করে জবর দখল করে।
বাধা দিলে তারা প্রাননাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করলেও কোন প্রতিকার পাচ্ছেননা। বর্তমানে তিনি আশ্রয়হীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। রেজিয়া বেওয়াসহ তার স্বজনরা জমিটি জবর দখলমুক্ত করার আকুতি জানান।
আগামীনিউজ/নাহিদ