নড়িয়া থানায় নতুন ওসির যোগদান

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২১, ১২:৫৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

শরীয়তপুরঃ জেলার নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বদলি জনিত কারণে বিদায় নিয়েছেন।

বর্তমানে জেলার নড়িয়া থানায় নতুন কর্মকতা (ওসি) অবনী শংকর কর যোগদান করেছেন।

গত রবিবার রাত ১১ টায় তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। এর আগে তিনি সিলেট বিয়ানি বাজার কর্মরত ছিলেন। তিনি ১৯৭১ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছোট উদাস পুরে জন্ম গ্রহণ করেন।

তিনি দায়িত্বভার গ্রহণ করার পর আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, এবং ওয়ারেন্ট ভুক্ত আসামিদের কোন ছাড় দিবেন না বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়াও তিনি আরও জানান আমার সাথে কথা বলতে আমার সাথে দেখা করতে কোন লোক ধরতে হবে না, সবাই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং যেকোনো সহযোগীতা পাবেন বলে জানান।

আগামীনিউজ/এএস