চট্রগ্রামঃ মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় পর্বে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় গত (৫ এপ্রিল) থেকে সারাদেশে সরকার ঘোষিত লকডাউনের কারনে বন্ধ হয়ে যায় আদালতে মামলা পরিচালনার সকল প্রকার কার্যক্রম।
গতকাল (১২ এপ্রিল) বিকালে চট্টগ্রাম আইনজীবী সমিতির চট্টগ্রাম বারের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতিতে আইনজীবীরা ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনা কার্যক্রম আজ (১৩ এপ্রিল) মঙ্গলবার থেকে শুরু করার সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহাবুদ্দিন আগামী নিউজকে বলেন, আইনজীবী সমিতি সিদ্ধান্তে না পৌছার কারনে এতোদিন ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনার কাজ বন্ধ ছিলো।
আজ (১৩ এপ্রিল) মঙ্গলবার থেকে আদালতে মামলা পরিচালনার জন্য আইনজীবীদের মধ্যে সিদ্ধান্ত হওয়ায় আজ থেকে চট্টগ্রাম আদালতে মামলার সকল প্রকার কার্যক্রম ভার্চুয়াল আদালতের মাধ্যমে শুনানি হবে।
আগামীনিউজ/জনী