নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁও রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে নাশকতার একটি মামলার প্রধান আসামী মাওলানা ইকবালসহ ৪ হেফাজত নেতাকে ঢাকার জুরাইন থেকে আটক করেছে র্যাব সদস্যরা। রোববার রাজধানীর জুরাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, গ্রেফারকৃত চার আসামীর মধ্যে মাওলানা ইকবাল ২৮ মার্চ হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংস ঘটনায় দায়ের করা একটি মামলার প্রধান আসামী। আটককৃতরা হলেন, সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন (৫০), সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলাম আমির মহিউদ্দিন (৫০), সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি শাহাজাহান ওরফে শিবলী (৪৩), সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মোয়াজ্জেম( ৪৯)।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জে হেফাজতের ডাকা হরতাল ও মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখায় হামলা, ভাঙচুর, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনায় ১৭ মামলায় এ চারজনসহ মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওই দুই ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় পুলিশ, র্যাব, সাংবাদিক, ছাত্রলীগ, যুবলীগ, পরিবহন মালিকরা বাদী হয়ে মামলা করেছেন।
আগামীনিউজ/নাহিদ