র‌্যাবের হাতে হেফাজত নেতা আটকের পর মুক্ত!

রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এপ্রিল ১২, ২০২১, ০৯:৫৫ এএম
ছবিঃ সংগৃহীত
নারায়নগঞ্জঃ হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানকে আটক করে র‌্যাব। রবিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জুরাইন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা যায়।
 
আটকের সত্যতা নিশ্চিত করে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, রোববার বিকেলের দিকে ঢাকার জুরাইন মাজার মসজিদের বাইরে থেকে সাদা পোশাকে থাকা আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে একটি মাইক্রোবাসে তুলে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।
 
হেফাজত সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারীসহ আটক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগের আমীর মামুনুল হককে আটকের ঘটনায় দায়েরকৃত মামলার কাগজপত্র নিয়ে তিনি ঢাকা কোর্টে যান। এসময় জুরাইন মাজার মসজিদের বাইরে অবস্থানকালে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। বেশ কিছুক্ষন জিজ্ঞাসাবাদের পর শর্তসাপেক্ষে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
 
উল্লেখ্য, ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের পূর্বে সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ডিআইটি মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলেছিলেন, নারায়ণগঞ্জ অচল করতে মাত্র ২ ঘন্টা সময় লাগবে। এছাড়া ৩ এপ্রিলের ঘটনায় সোনারগাঁ রয়েল রিসোর্টে নারীসহ আটক মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার পর ফেরদাউসুর রহমান মাইক্রোবাসে তুলে ঢাকায় নিরাপদস্থানে পৌঁছে দিয়ে আসেন। সেসময় তিনি নিজেই মামুনুল হকের সঙ্গে সোনারগাঁ থেকে ঢাকায় যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছিলেন।
 
নারায়ণগঞ্জে হেফাজতের ডাকা হরতাল ও মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখায় হামলা, ভাঙচুর, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনায় এ যাবৎ ১৭টি মামলা হয়, আর রবিবার পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
আগামীনিউজ/এএস