হবিগঞ্জ: জেলার চুনারুঘাট নালুয়া চা বাগানে বন্য শুকরের কামড়ে এক চা শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। নিহত পূর্ণিমা মুন্ডা (৬০) নালুয়া চাবাগানের পশ্চিমটিলার মৃত গোপেশ মুন্ডার সহধর্মিণী।
জানা যায়, রবিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে (ভারত-বাংলাদেশ) সীমান্তের নালুয়া চা বাগানের গুটি বাড়ি ১৬ নম্বর পিলারে পাশে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেলে একটি বন্য শুকর পূর্ণিমাকে আক্রমণ করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চুনারুঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ণিমার শরীরের বিভিন্ন জায়গায় বন্য শুকরের আক্রমণের চিহ্ন রয়েছে এবং মুখে, গালে, বুকের ডান (স্তন) ও ডান পাশের দাঁতে কামড়ের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে বয়স্ক পূর্ণিমার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।
আগামীনিউজ/নাহিদ