খোকসায় ভ্রাম্যমাণ দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন 

হুমায়ুন কবীর, কুষ্টিয়া জেলা প্রতিনিধি এপ্রিল ১১, ২০২১, ০৯:১১ পিএম
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: দেশব্যাপী করোনা (কোভিড ১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে রবিবার (১১ এপ্রিল) বেলা ১০টার দিকে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা প্রানিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. পলাশ চন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার মো.এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার আব্দুল আলিম, রবিউল ইসলাম ( এলএফএ), মইনুল হক (এলএফএ), এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও উপজেলার ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই দোকানের দুধ ডিম ও বয়লার মাংস বিক্রয় করা হচ্ছে। সকাল থেকে ভ্রাম্যমাণ বিক্রয়ের দোকান গুলো উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে  দুধ ডিম ও মাংস বিক্রি করে। করোনাকালীন সভায় এ বিক্রয় অবস্থা অব্যাহত থাকবে। 

আগামীনিউজ/মালেক