হেফাজতের তান্ডব

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২০ জন গ্রেফতার

মো. আজহার উদ্দিন , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এপ্রিল ১১, ২০২১, ০৭:২২ পিএম
ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়া: গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, সহিংসতার ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে  অভিযুক্তদের সনাক্ত করা হয়। এর মধ্যে হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা এলাকায়  অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনে ভাংচুর ও অগ্নিসংযোগের মূল হোতা শামীম মিয়াও রয়েছে।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩ টি, আশুগঞ্জ থানায় ০৩ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৪৯ টি মামলা হয়েছে। 

এ সকল মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৬৭ জন, আশুগঞ্জ থানায় ১২ জন এবং সরাইল থানায় ৪ জনসহ ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এ দিকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের ঘটনায়, বিএনপি কর্মী আরমান ও হেফাজত কর্মী বাকেরকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট ২য় আদালত। রবিবার (১১ এপ্রিল) দুপুরে আসামীদের আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন। 

আগামীনিউজ/নাহিদ