বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ১১৯ জন

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি এপ্রিল ১১, ২০২১, ০৩:১০ পিএম

বগুড়া: জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে ১১৯ জন শনাক্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন একজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ১০ হাজার ৯০৬ জন। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৮ জনে, যা রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে সর্বোচ্চ।

রবিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন।

তিনি আরো জানান, শনিবার বগুড়ার দুটি পিসিআর ল্যাবে ৪১২টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে পজেটিভ ধরা পড়েছে। আক্রান্তের হার ২৮.৮৮ শতাংশ। নতুন আক্রান্ত ১১৯ জনের মধ্যে বগুড়ার সদরের ১১৪জন, শেরপুর উপজেলার ২জন, নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুর উপজেলার ১জন করে রয়েছেন।

এছাড়া বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৯২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭১২ জন।

আগামীনিউজ/নাহিদ