বাস্তবে জীবিত কিন্তু সরকারি কাগজপত্রে মৃত

বরিশাল প্রতিনিধি এপ্রিল ১০, ২০২১, ০৪:২২ পিএম

বরিশালঃ বাস্তবে জীবিত থাকলেও সরকারী কাগজপত্রে মৃত বরিশালের মুলাদী উপজেলার ৬৫ বছরের বৃদ্ধা শানু বেগম। ফলে, বয়স্ক ভাতাসহ পাচ্ছেন না কোন সরকারী সহযোগীতা।

দীর্ঘদিন ধরে এ নিয়ে সরকারি বিভিন্ন দফতরে ছোটাছুটি করছেন শানু বেগম। কিন্তু, সমাধান হচ্ছেনা কিছুতেই।

গেল মার্চ মাসের শেষদিকে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বয়স্ক ভাতা বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখেন তার নাম নেই তালিকায়। বিষয়টি খোঁজ নিতে স্থানীয় উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয় তাকে। উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পর শানু বেগম জানতে পারেন, কাগজপত্রে তাকে মৃত দেখানো হয়েছে।

শানু বেগম জানান, বছর খানেক আগে তিনি বিধবা ভাতা থেকে বঞ্চিত। অথচ আমার পরিচিতদের সবাই ঠিকমতো এই ভাতা পাচ্ছিলেন। কেন আমি ভাতা পাচ্ছিনা এ বিষয়টি জানতেই ইউনিয়ন পরিষদে যাই।

তিনি আরও জানান, জীবিত থাকা অবস্থায় কাগজপত্রে মৃত কেন দেখানো হলো তা তিনি বুঝতে পারছেন না। এ সমস্যার কারণে সরকারি সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

মেয়েদের কোনোভাবে বিয়ে দিতে পারলেও শানু বেগমের দুই ছেলে বেকার।

এ ব্যাপারে কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মন্টু বিশ্বাস বলেন, এই সমস্যা সমাধানে উপজেলা নির্বাচন অফিস ছাড়া আর কোনো পথ নেই।

আগামীনিউজ/জনী