ভূমিহীন মানুষরা পাবে স্বপ্নের মত রঙ্গিন ঘর 

শরিফুল ইসলাম, রংপুর এপ্রিল ১০, ২০২১, ০৩:৪১ পিএম
ছবি: আগামী নিউজ

রংপুর: ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের পীরগাছা  উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে পীরগাছা  উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার  ৯ টি ইউনিয়নে ২শ ৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের বাড়ি নির্মাণ করা হবে। 

প্রতিটি বাড়ির জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে ওই বাড়ি নির্মাণ করা হচ্ছে। তারই আংশিক কাজ পরিদর্শন করেছেন  পীরগাছা উপজেলা  পরিষদ চেয়ারম্যান আবু নাছের শাহ মোঃ মাহবুবুর রহমান  ও নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিন। 

পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা মোতাবেক সঠিক ভূমিহীনদের তালিকা নিশ্চিত করণ করে তাদের মাঝে ঘর দেওয়া হবে। এবং অবশিষ্ট যারা থাকবে তাদেকেও নতুন করে তালিকা করে ঘর দেওয়া হবে।  

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিন বলেন,বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে দেশে কোন ভূমিহীন পরিবার থাকবে না। সেই লক্ষে আশ্রয়ণ-২ প্রকল্প হাতে নিয়ে স্থানীয় সরকার কাজ করছে। 
এতে ভূমিহীন মানুষরা পাবে স্বপ্নের মত রঙ্গিন ঘর। সেখানেই থাকবে স্যানিটেশন ও সুপেয় পানিসহ স্বাস্থ্য সম্মত পরিবেশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জুয়ান চরে ভুমিহীনদের ঘর নির্মাণ করা হচ্ছে। এর ফলে ওই এলাকার সাধারন মানুষের মনের আনন্দে বুক ভরা ভালোবাসা আর মুখে হাঁসি। তারা বলেন, বর্তমান সরকার আমাদের থাকার ব্যবস্থা করে দেওয়ায় আমরা অনেক খুশি। 

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ান গ্রামের নবনির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা আব্দুল আজিজ,ছাওলা ইউপি প্যানেল চেয়ারম্যান বাদশা মিয়া, ইউপি সচিব আঙ্গুরসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগী।

আগামীনিউজ/মালেক