নেত্রকোণাঃ বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের আবাদ ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই সূর্যমুখীর বাগানে ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীর ভিড় বাড়ছে।
নেত্রকোণার বারহাট্রা উপজেলার চরসিংধা গ্রামে সৌখিন কৃষক শাহ্ মোরশেদ মাহবুব ৮০ শতাংশ জমিতে সুর্যমুখী ফুলের চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকায়। তার দেখাদেখি এখন অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন এই ফুল চাষে।
কৃষক শাহ্ মোরশেদ মাহবুব জানান, সূর্যমুখী আবাদে তার এক লাখ টাকা খরচ হয়েছে। সূর্যমুখীর বীজ বিক্রি করে কমপক্ষে আড়াই লক্ষ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। তার বাগানে কাজ করে এলাকার অনেকের কর্মসংস্থান হচ্ছে। বর্তমানে তার বাগানে একসাথে প্রতিটি চারায় ফুল ফোটায় পুরো জমি জুড়ে তৈরি হয়েছে এক মন জুড়ানো সৌন্দর্য্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী নারী পূরুষ ভিড় করছেন। ঘুরে বেড়াচ্ছেন তার বাগানে। কেউ ছবি তুলছেন। কেউ সেলফি নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করছেন।
সূর্যমুখী বাগানের সৌন্দর্য্য উপভোগ করার জন্য শিক্ষার্থী সাদিয়া খান দীনা বলেন, করোনার কারণে শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকায় অনেক দিন ধরে ঘর থেকে বের হওয়া হয়না। এখানে এসে সূর্যমুখীর বাগানে ঘুরে তিনি দারুন খুশি। ফুলের সৌন্দর্য্যে অবিভূত।
বারহাট্রা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ জানান, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষে উপযোগি। এ জন্য দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ। এতে কৃষি পর্যটনের সুযোগও তৈরি হচ্ছে । এছাড়া সূর্যমুখীর বীজ খুব সহজেই সরিষার ঘানি থেকে ভেঙ্গে তেল উৎপাদন করা যায়। কৃষক যাতে এর সঠিক মূল্য পায় আর সহজে বাজারজাত করতে পারে এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
বারহাট্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, কৃষি বহুমুখী করনে বর্তমান সরকার অনেক কাজ করছে । বিশেষ করে কৃষকদের বিভিন্ন ফসলের প্রনোদনা দিচ্ছে। এই এলাকায় সূর্যমুখীর আবাদ বাড়ছে। এতে একদিকে কৃষক লাভবান হবেন। অন্যদিকে কৃষি বহুমুখী করনে কৃষিতে সয়ংসম্পূর্ণ হওয়ায় সরকারের যে উদ্দেশ্য তাও বাস্তবায়ন হবে দ্রুত।
আগামীনিউজ/এএস