কুষ্টিয়ায় ২২ জন করোনাক্রান্ত

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি এপ্রিল ১০, ২০২১, ১২:২১ পিএম
ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে,  পিসিআর ল্যাবে গতকাল ০৯ এপ্রিল ২৮৩টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৩৮টি, চুয়াডাঙ্গা জেলার ৪৮টি, ঝিনাইদহ জেলার ৩৭টি, মেহরপুর জেলার ২৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩১টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে।
 
এর মধ্যে কুষ্টিয়া জেলার ২২টি, চুয়াডাঙ্গা জেলার ০৬টি, ঝিনাইদহ জেলার ১৪টি এবং মেহেরপুর জেলার ০৯টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে। 
 
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ২২জন ব্যক্তির মধ্যে ১১ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৩জন দৌলতপুর উপজেলার, ০২ জন কুমারখালী উপজেলার, ০৫ জন ভেড়ামারা উপজেলার এবং ০১ জন মিরপুর উপজেলার।
 
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪২৯৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৯৩৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২ জন।
 
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন।
 
আগামীনিউজ/এএস