জয়পুরহাটঃ জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে বাল্য বিবাহের অপরাধে কনের বাড়ি থেকে আটককৃত বরকে ০৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৭ এপ্রিল ২০২১) রাতে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচার এস এম হাবিবুল হাসান এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত বর নওগাঁ জেলার বদলগাছি উপজেলার গন্ধবপুর গ্রামের মৃত লায়েজ উদ্দিন মন্ডলের ছেলে এরশাদ আলী মন্ডল (২১)।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রাতে আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে মৃত আকাওয়াত হোসেনের নাবালিকা মেয়ে তাঞ্জিলা আক্তারের (১৪) সাথে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার গন্ধবপুর গ্রামের মৃত লায়েজ উদ্দিন মন্ডলের ছেলে এরশাদের বিয়ে হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে খবর আসে।
খবর পেয়ে পুলিশ কনের বাড়িতে উপস্থিত হয়ে বর এরশাদকে আটক করলেও ঘটনার সাথে সম্পৃক্ত বর ও কনে পক্ষের অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঐ রাতে বর এরশাদকে নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ভ্রাম্যমান আদালতের বিচার এস এম হাবিবুল হাসান ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন।
আগামীনিউজ/এএস