নারায়ণগঞ্জঃ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বৃহস্পতিবার কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন। টিকা গ্রহণের পর জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ যারা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেননি তাদের রেজিস্ট্রেশন পূর্বক কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আহবান জানান।
এছাড়া যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি গ্রহণ করার আহবান জানান।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ জেলায় আজ ১১৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এক জন মৃত্যুবরণ করেছেন। বিদ্যমান পরিস্থিতিতে জেলা প্রশসকলকে বাধ্যতামূলকভাবে মাক্স পরিধানসহ যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এসময় তিনি ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে উপস্থিত সকলকে পরামর্শ দেন।
আগামীনিউজ/এএস