বগুড়া: জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৭২৮ জন। নতুন করে আরো একজনের মৃত্যু হওয়ায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬ জনে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৩০১টি নমুনা পরীক্ষায় করা হয়। এর মধ্যে ৯১জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০.২৩ শতাংশ।
নতুন আক্রান্ত ৯১ জনের মধ্যে বগুড়া সদরের ৮৩ জন, শিবগঞ্জের ২ জন, শেরপুরের ২ জন, ধুনটের ২ জন, কাহালুতে ১জন এবং শাজাহানপুরের ১ জন রয়েছেন।
এছাড়া বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কজেল হাসপাতালে চিকিসাধীন আফসার আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন আরো ৯জন। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাড়িঁয়েছে ৯ হাজার ৮৮০জনে। আর চিকিৎসাধীর রয়েছেন ৫৮২ জন।
আগামীনিউজ/মালেক