আজ বৃহস্পতিবার ৮ই এপ্রিল সকাল ১১:০০ টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহন করেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)
দিনাজপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায় করোনাভাইরাস এর দ্বিতীয় ধাপের টিকা গ্রহণ করছে সাধারণ মানুষ। আজ সকাল থেকে জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রের ৪ টি বুথে দুপর ১২ টা পর্যন্ত ১৩৮ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছে।
৪ নং বুথে (পুরুষ) ৬০ জন, ৩ নং বুথে (পুরুষ) ৫০ জন ও ১ নং বুথে (মহিলা) ২৮ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে।
সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ জানান গত ২৪ ঘন্টায় ১০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৯৭৯ জনে পৌঁছেছে। আর মৃত্যুবরণ করেছে ১০৪ জন। করোনাভাইরাস এর প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে ১ লক্ষ্য ৪ হাজার ৫৫৬ জন।
আগামীনিউজ/এএস