চুয়াডাঙ্গাঃ করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা পৌঁছেছে চুয়াডাঙ্গায়। বুধবার ১২টার দিকে টিকাবাহী গাড়িটি কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বেক্সিমকো ওষুধ কারখানা থেকে টিকার দ্বিতীয় ডোজ আজ সকাল ১০টায় কুষ্টিয়া এসে পৌঁছায়। সেখান থেকে ১২ টার দিকে টিকাবাহী গাড়িযোগে এসব টিকা চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুপ হাসান জানান, দ্বিতীয় ধাপে ৩ হাজার ৯০০ ভায়াল টিকা পাঠানো হয়েছে। এই টিকা ৩৯ হাজার জনের শরীরে প্রয়োগ করা হবে। যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তাদেরকে আগামীকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে টিকা। এসময় বেক্সিমকো কোম্পানির কুষ্টিয়া ডিপো ইনচার্জ আবির হোসেনসহ চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি করোনাভাইরাস টিকার প্রথম ডোজ চুয়াডাঙ্গায় পৌঁছায়। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ প্রথম ডোজ দেয়া শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৫৭ হাজার জনকে ওই টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। প্রথম ডোজের ৭০ ভাগ টিকা দ্বিতীয় ধাপে পাঠানো হয়েছে। পুরো জেলায় করোনাভাইরাসের টিকাদান নিয়ে কাজ করবে স্বাস্থ্য বিভাগের ৫০টি দল।
আগামীনিউজ/এএস