লালমনিরহাটে গোপন বৈঠকের সময় জামায়ত-হেফাজতের ৯ নেতাকর্মী আটক

লালমনিরহাট প্রতিনিধিঃ এপ্রিল ৭, ২০২১, ০৩:১০ পিএম

লালমনিরহাটঃ জেলার কালীগঞ্জ উপজেলায় গোপন বৈঠকের সময় জামায়াতের ও হেফাজতের ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ

বুধবার (৭ মার্চ) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।         

আটককৃতরা হলেনঃ কালীগঞ্জ  উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক (৫৫), একই গ্রামের জামায়াত সদস্য শাহীন ইসলাম (৩৭), আবু বক্কর (৭০) ও নজরুল ইসলাম (৫৮) এবং হেফাজত নেতা ফুয়াদ হোসেন (৪৩), সাবু মিয়া (৫০), বৈরাতি গ্রামের শহিদুল ইসলাম (৪০),হেফাজত সদস্য ফরিদুল ইসলাম (৩০) ও জামির বাড়ি গ্রামের হেফাজত সদস্য আবু সাঈদ (২৬)।

ওসি আরো জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম মুন্সির বাজার এলাকার আবু বক্কর নামের এক জামায়াতকর্মীর বাড়িতে গোপন বৈঠক করছিলেন জামায়াত ও হেফাজতের কয়েকজন নেতাকর্মী। এমন গোপন সংবাদে থানা পুলিশ রাতে ওই বাড়িতে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হকসহ নয় জনকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

আগামীনিউজ/জনী