ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাভারের স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কে প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় ব্যবসায়ীরা বলেন, সাভার শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা চালু রয়েছে। ফলে এই অঞ্চলে লকডাউনের তেমন কোন প্রভাব পড়েনি। প্রায় সব কিছু স্বাভাবিক রয়েছে দাবি করে ব্যবসায়ীরা অতি দ্রুত সাভারের বিপনী বিতানসহ সকল মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়ার দাবি জানান।
এ সময় তারা আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হলে তাদের লাখ লাখ টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।
আগামীনিউজ/মালেক