মার্কেট খোলার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি এপ্রিল ৬, ২০২১, ০৪:৫১ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকা: মার্কেট খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১ টা থেকে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ ও পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের সরিয়ে দিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে।

এতে সাভার নিউমার্কেট, সাভার সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, অন্ধ মার্কেট সহ বিভিন্ন মার্কেটের কয়েকশত ব্যবসায়ী অংশ নেয়।

এ সময় ব্যবসায়ীরা বলেন, আমরা এমনিতেই অনেক ঋণগ্রস্ত, তারপরে অনেকে আবার নতুন করে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছে, মার্কেট বন্ধ থাকলে ভিখারি হয়ে যাব। মার্কেটের দোকানদার আর সেলসম্যানের ঘরে খাবার থাকবে না। আমরা সবাই না খেয়ে মারা যাবো। তাই বাধ্য হয়ে আজ সড়কে নেমেছি। আমাদের দাবি, এখনই মার্কেট খুলে দেওয়া হোক।

এ ব্যাপারে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সরকার যে বিধিনিষেধ আরোপ করেছেন তা সবার মেনে চলা উচিৎ।

আগামীনিউজ/মালেক